রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক নিরীহ পাহাড়ি যুবককে আটক করেছে বিজিবি।
আটক যুবকের নাম উগ্য মারমা(২৭), পিতা- মৃত মংশে প্রু মারমা।

জানা যায়, আজ দুপুর ১.০০টার সময় রামগড় থেকে দুইটি জীপ গাড়িতে করে পুলিশ ও বিজিবি চৌধুরী পাড়া এলাকায় গিয়ে কোন কারণ ছাড়াই দোকানে বসে থাকা উগ্য মারমাকে আটক করে। বিনা কারণে আটক করে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় দোকানে অবস্থানরত নারী-পুরুষ এর তীব্র প্রতিবাদ জানায়। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে প্রতিবাদকারী জনসাধারণের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সানু মারমা(৪৫), স্বামী- খেলু মারমা নামে এক নারী আঘাতপ্রাপ্ত হন।
আটকের পর উগ্য মারমাকে রামগড় থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে তা জানা যায়নি।