রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজার থেকে র্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল কর্তৃক শঙ্খদীশ বড়ুয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ীকে আটকের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২০) ভোররাতে র্যাব-৭ এর কোম্পানি কমাণ্ডার মেজর শামীমের নেতৃত্বে সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ দল কুদুকছড়ি বাজারের নিজ বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়।
আটক শঙ্খদীশ বড়ুয়ার পিতার নাম মৃত কালি কুমার বড়ুয়া।
দীর্ঘ বছর ধরে তিনি কুদুকছড়িতে বসবাস করে কাঠ-বাঁশের ব্যবসা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।