এক সপ্তাহ আগে রাঙামাটির বন্দুকভাঙা এলাকা থেকে সরকারের বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহৃত হওয়া ইউপিডিএফ সদস্য বাবুছ’ চাকমা ওরফে অর্পনকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২০) ‘সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বিচার বহির্ভুতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের সাহজবান্দা নামক স্থানে ভোররাতে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক মঞ্চস্থ করা হয়।
অর্পন চাকমার পিতার নাম সুবেন্টু চাকমা, গ্রাম-মাচালং, সাজেক ইউপি, বাঘাইছড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আড়াইটার সময় সেনাবাহিনীর একটি দল তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের সাথে নিয়ে বন্দুকভাঙার সাহজবান্দা গ্রামে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর ঠিক পৌনে তিনটার সময় গ্রামবাসীরা কয়েকটি ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পায়। আর এতেই অর্পনকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বন্দুকভাঙার চারিক্ষ্যং নামক এলাকায় রূপায়ন চাকমার(উত্তরণ) নেতৃত্বে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে সুমন চাকমা নামে ইউপিডিএফ-এর এক সদস্যকে হত্যা করে এবং অর্পনকে অপহরণ করে তাদের আস্তানা সুবলং বাজারে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।