খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ২০৩ নং অভ্যা মৌজাধীন এলাকায় সেনাবাহিনী পাহাড়ি জুমচাষীদের জুমঘর ভাংচুর ও জুমে রোপন করা কলাগাছগুলো উপড়ে দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ মে ২০২০) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় মাটিরাঙ্গা সেনাজোনের অধীন শিচক সাবজোনের জনৈক মেজরের নেতৃত্বে ২০ জনের একটি সেনাদল গিয়ে ওই জায়গাটি তাদের পরিত্যক্ত ক্যাম্পের জায়গা দাবি করে জুমচাষীদের জুমঘর ভেঙে গুড়িয়ে দেয় এবং চাষীদের সদ্য রোপন করা কলাগাছের চারাগুলো উপড়ে দেয়।
ক্ষতিগ্রস্ত জুমচাষীরা হলেন-১. উপেন্দ্র ত্রিপুরা,কার্বারী (৬৩) পিতা- মৃত তেরশ ত্রিপুরা গ্রাম- রুপসী পাড়া, ২.আপন কুমার ত্রিপুরা (৩৮) পিতা- মৃত মনি কুমার ত্রিপুরা গ্রাম-জল কুমার পাড়া, ৩. পূর্ণ কুমার ত্রিপুরা (৬৫) পিতা- অশ্বিন চন্দ্র ত্রিপুরা, গ্রাম- তাংতুং পাড়া, ৪. পাইলা কুমার ত্রিপুরা (৫৩) পিতা- গবচিং ত্রিপুরা গ্রাম- তাংতুং পাড়া।
সেনারা তিনদিনের মধ্যে জুমে রোপন করা হলুদ না তুললে কঠোর শাস্তির হুমকি দিয়েছে বলে জুমচাষীরা অভিযোগ করেছেন।