মাটিরাঙ্গায় সন্ত্রাসী কর্তৃক জুম্ম মোটর সাইকেল চালককে অপহরণের পর নির্যাতন!

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার থেকে রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক জুম্ম মোটর সাইকেল চালককে অপহরণের পর বেদম শারিরীক নির্যাতন করা হয়েছে।

নির্যাতনের শিকার ব্যক্তির নাম- নকুল ত্রিপুরা(৪২), পিতা- বিমল ত্রিপুরা, গ্রাম- বাইল্যাছড়ি, গুইমারা উপজেলা।

জানা যায়. আজ সোমবার (১১ মে) সকালে নকুল ত্রিপুরা প্রতিদিনের মতো মোটর সাইকেলে যাত্রী নিয়ে মাটিরাঙ্গা বাজারে যান। সকাল ১০টার সময় সন্ত্রাসীরা তাকে সেখান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে বাজারের কাছে একটি নির্দিষ্ট রুমে নিয়ে যায় এবং পরিবারের কাছে ফোন করে তার মুক্তির জন্য ২০ হাজার টাকা দাবি করে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

এ সময় সন্ত্রাসীরা তাকে লাঠিসোটা দিয়ে ইচ্ছেমত মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। এতে তিনি সমস্ত শরীরে ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরে মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

এর আগে গত শুক্রবার (৯ মে) সুধীর ত্রিপুরা নামে এক ব্যক্তিকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা।

প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা বেপরোয়া হয়ে সাধারণ জনগণের উপর নানা অত্যাচার চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *