খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নূর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে হত্যার সাাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২০) এ আটকের ঘটনা ঘটে।
তবে আটক ব্যক্তিরা উক্ত ঘটনায় জড়িত নয়, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে বলে তাদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলার ১নং মাটিরাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঁঠাল পাড়ার মহন্ত ত্রিপুরার দুই ছেলে ডেনি ত্রিপুরা (২২) ও সুমন ত্রিপুরা (২০), একই গ্রামের বিশ্বমনি ত্রিপুরার ছেলে দিপন ত্রিপুরা এবং গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের মাইরুং পাড়ার শশী মোহন ত্রিপুরার ছেলে শান্তি ত্রিপুরা (২৬)।
জানা গেছে, গতকাল বিকালে প্রথমে শান্তি ত্রিপুরাকে স্থানীয় একটি দোকান থেকে আটক করা হয়। পরে রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ডেনি ত্রিপুরা, সুমন ত্রিপুরা ও দিপন ত্রিপুরাকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়।
আটককৃতদের বর্তমানে মাটিরাঙ্গা থানায় রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই কে বা কারা নূর মোহাম্মদ টিপুকে হত্যা করে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা ব্রিজের নিচে ফেলে রেখে যায়। ঐদিন দুপুরে পুলিশ টিপুর লাশ উদ্ধার করে।