মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের ঝর্ণাটিলা গ্রাম থেকে আজ ১৮ সেপ্টেম্বর ২০২১, সকাল ১১টার সময় বিজিবি কর্তৃক দুই পাহাড়ি যুবককে আটক করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পরে তাদেরকে মুক্তি দেয়া হলেও আগামীকাল ১৯ সেপ্টেম্বর ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী দুই যুবক হলেন- কাইল্যা শিং চাকমা, পিতা- নরম্যা চাকমা ও ২.স্বপন চাকমা, পিতা- রবিধন চাকমা। তারা উভয়েই ঝর্ণাটিলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, আজ সকালে উক্ত দুই যুব নিজেদের বাড়ির পাশের বাগানে কাজ করছিলেন। এ সময় ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্প কমাণ্ডার আশরাফ এর নেতৃত্বে একদল বিজিবি জওয়ান সেখানে এসে তাদের সঙ্গে যেতে হবে বলে আটক করে নিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকার মুরুব্বী বাত্যা চাকমা ও কাতারাই পাড়ার কার্বারীসহ এলাকাবাসী তাৎক্ষণিক গিয়ে কাতারাই পাড়ার বটগাছের নীচে বিজিবি দলটির সাথে সাক্ষাত হয়।
এ সময় তারা দুই যুবককে আটকের কারণ জানতে চাইলে বিজিবি’র ক্যাম্প কমাণ্ডার মো. আশরাফ কোন কারণ দেখাতে না পেরে উল্টো মুরুব্বীদের হুমকিমূলক কথাবার্তা বলতে থাকেন এবং ‘আপনারা শান্তি চান নাকি অশান্তি চান’ বলে প্রশ্ন করেন।
পরে অনেক কথাবার্তা শেষে দুই যুবককে ছেড়ে দেয় বিজিবি সদস্যরা। তবে আগামীকাল ১৯ সেপ্টেম্বর ঝর্ণাটিলা ক্যাম্পে গিয়ে হাজির হওয়ার নির্দেশ দেয় বিজিবি কমাণ্ডার।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উক্ত এলাকা থেকে পাহাড়িদের উচ্ছেদ করতে নানাা ষড়যন্ত্র করছে বিজিবি সদস্যরা। তারই অংশ হিসেবে ভয়ভীতি সৃষ্টি করতে এমন হয়রানি করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।