
নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করেঙাতলী বড়ুয়া পাড়া এলাকায় এক পাহাড়ি কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (৫ আগস্ট ২০২২) রাত ৮টার দিকে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং-০১।
মামলায় অভিযুক্তরা হলেন- বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া সোহেল(২৬), একই এলাকার মো. আরিফ(২৬), মো. রাসেল (২৯) ও অমল বড়ুয়া (৪৫)।
মামলার এজাহারে বলা হয়, ‘পূর্ব পরিচয়ের সূত্রে গত ১৫ জুলাই রাত অনুমানিক টার দিকে বিপ্লব বড়ুয়া মেয়েটিকে জরুরী আলাপ আছে বলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। এরপর মেয়েটি রাত্রে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুজি করেন । পরদিন ১৬ জুলাই ভোর বেলায় মেয়েটি বাড়িতে আসিয়া জানায় যে, বিপ্লব বড়ুয়া তাকে বাড়ির বাহিরে ডেকে নেওয়ার পর উপরোক্ত সকল বিবাদীগণ তাহার মুখ চাপিয়া ধরিয়া জোর পূর্বক বড়ুয়া পাড়ায় বসতঘরে নিয়ে যায়। সেখানে সারা রাত মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টার কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়’।

এদিকে ঘটনা জানাজানি হলে ছাত্রলীগের বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক সানি দে ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম(সবুজ) সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিযুক্ত ছাত্র লীগের দুই নেতা যিশু চৌধুরী ও বিপ্লব বড়ুয়া (সোহেল)-কে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের গঠনতন্ত্রের ১৭ এর (খ) দ্বারা মোতাবেক বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে অভিযান চালিয়েছে। এখনো কা্উকে আটক করতে করা যায়নি।
উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার (৫ আগস্ট) দুপুরে করেঙাতলী ও সাজেক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। তারা ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেফতারের দাবি জানায়। ঘটনার প্রতিবাদে আজও সাজেকের মাচলঙে বিক্ষোভ প্রদর্শন করেছে উক্ত সংগঠনগুলো।
