বরকল সরকারি হাসপাতালের এক পুরুষ নার্সকে অপহরণের অভিযোগ

রাঙামাটির বরকল উপজেলা সরকারি হাসপাতালের এক পুরুষ নার্সকে রাঙ্গুনিয়ার রাণীহাট থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত নার্সের নাম তপন চাকমা(৩৫)। তিনি কাপ্তাই উপজেলার বড়াদাম গ্রামের জীবন সুখী চাকমার ছেলে। তিনি রাঙামাটির বরকল উপজেলা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাঙ্গুনিয়ার রাণীহাটের পাহাড়িকা বাস কাউন্টার থেকে পাহাড়ে সংস্কারপন্থী নামে পরিচিত রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহরণের পর সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২/৩ দিনের মধ্যে ১৫ লক্ষ টাকা দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *