পানছড়িতে বিজিবি কর্তৃক প্রতিবাদী যুব সমাজের পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ

বিভিন্ন শ্লোগানে এভাবে পোস্টারগুলো লাগানো হয়েছিল

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি কর্তৃক প্রতিবাদী যুব সমাজের লাগানো পোস্টা ছিঁড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বন-পাহাড় ধ্বংস করে সীমান্ত সড়ক নির্মাণ ও শনখোলা পাড়া এলাকায় পাহাড়িদের জায়গায় জোরপূর্বক সেনাবাহিনীর বেস ক্যাম্প স্থাপনের প্রতিবাদে গত ২৮ মে ২০২২ এসব পোস্টার লাগানো হয়। 

জানা যায়, আজ মঙ্গলবার (৩১ মে ২০২২) দুপুর ২টার সময় লোগাং ৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে একদল বিজিবি সদস্য গাড়িযোগে এসে উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়া, মনিপুর, বড়কলক, আমতলী ও ধুধুকছড়া এলাকায় বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে দেয়।

এসব পোষ্টারে রাস্তা নির্মাণের নামে ভূমি বেদখল বন্ধ কর, রাস্তা নির্মাণের নামে সেটলার পুনর্বাসন বন্ধ কর, শনখোলা পাড়ায় সেনা ক্যাম্প চাই না, সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ কর, জুম্মদের প্রথাগত আইনের স্বীকৃতি দাও, জুম্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র রুখো, জুম্মদের ঘেরাও করে মারার সীমান্ত সড়ক চাই না, রামগড়-পানছড়ি-দীঘিনালা সীমান্ত সড়ক হলো জুম্মদের গলার ফাঁস, এমন কয়েকটি শ্লোগান রয়েছে।

অপরদিকে, সেনাবাহিনীর একটি দল লতিবান ইউনিয়নের নালকাবা দোকানে এসে দোকানদারদের হয়রানিমূলক নানা জিজ্ঞাসা করে। ইউপিডিএফ’র লোকেরা আসলে আমাদেরকে জানাতে হবে—এমন কথা বলে সেনারা পানছড়ি সদরের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *