নিজস্ব প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক কালাচোগা চাকমা (৩২) নামে এক নিরীহ গ্রামবাসীকে আটক, ঘরে ঘরে তল্লাশি ও বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (১ সেপ্টেম্বর ২০২১) দিবাগত মধ্যরাত ১:০০টার সময় পানছড়ি সাবজোন কমাণ্ডার আহসান হাবিব এর নেতৃত্বে একদল সেনা সদস্য পানছড়ি সদর ইউনিয়নের কালানালের আলীচান কার্বারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা কালাচোগা চাকমাকে আটক করে। সেনারা কালাচোগা চাকমার বাড়িতে ভাংচুরও চালায়। পরে সেনারা গ্রামের আরো ৬ বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১.বাবুন্নি চাকমা (৫৫), পিতা- মৃত মেঘনাথ চাকমা, ২. চয়ন চাকমা (৩৫), পিতা পংকজ চাকমা, ৩. বেনা চাকমা(৩৭), পিতা-সীতাকুণ্ড চাকমা, ৪. পংকজ চাকমা(৫৮), পিতা-মৃত শান্তিময় চাকমা, ৫. আলো চাকমা (৪২), পিতা-মৃত আলীচান কার্বারি ও ৬. জুলুক্কি চাকমা (৪১)।
এরপর আজ বৃহস্পতিবার সকালে সেনারা সুখেন চাকমা ও আলো চাকমা’র বাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই রিপোর্ট লেখার সময় (সকাল সাড়ে ৯টা) পর্যন্ত সেনা সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে। অপরদিকে সেনাদের সহযোগীতার জন্য সংস্কার-মুখোশদের একটি সশস্ত্র দলও আলীচান কার্বারী পাড়ার পাশে অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকার লোকজন ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া গেছে।