রাঙামাটির নান্যাচরে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীরা দুই ব্যক্তিকে অপহরণে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তিরতা হলেন-শান্তিলাল চাকমা (৩৫) পিতাঃ গরি রঞ্জন চাকমা ও প্রতি রঞ্জন চাকমা (৩৮) পিতাঃ মৃত সুর মোহন চাকমা। তারা দু’জনই নান্যাচর সদর ইউনিয়নের পাতাছড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার তৈচাকমা গ্রামে গাছ কাটার কাজ শেষে ইঞ্জিনচালিত বোটযোগে বাড়ি ফেরার পথে বোট থেকে নামিয়ে রণয় চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।
এলাকাবাসীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের লক্ষ্যেই তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।