নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার মধ্যআদাম নামক গ্রাম থেকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা উক্ত অপহরণ ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএস-এর লোকজনকে দায়ি করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) রাতে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত ব্যক্তিরা হলেন- ১. বিদ্যাসাগর চাকমা (৩৫), পিতা-হেমন্ত চাকমা; ২. আশিষ চাকমা (২৯), পিতা- কালি রতন চাকমা ও ৩. বিনোদ বিহারী চাকমা (৩৫), পিতা- প্রফুল্ল চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার সময় সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য মধ্যআদামে এসে নিজ নিজ বাড়ি থেকে উক্ত তিন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। তবে কী কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে অপহৃতদের পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
স্থানীয় গ্রামবাসীরা এ অপহরণ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরুব্বী বলেন, সাধারণ মানুষকে এভাবে অপহরণ করা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে অপহৃতদের বিনাশর্তে মুক্তি দেয়ার দাবি করেছেন।