দীঘিনালায় সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ দু’জনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফের এক সদস্যসহ দু’জনকে গুলি করে হত্যা করেছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) সকালে দীঘিনালা ইউনিয়নের মধ্য বানছড়ায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহতরা হলেন- ইউপিডিএফ সদস্য বাবু চাকমা ওরফে রিঝাং (৩০), পিতা- সুশীল ভূষণ চাকমা, গ্রাম- ইন্দ্রমণি পাড়া ও মধ্য বানছড়া গ্রামের বাসিন্দা সুদিব্য কান্তি চাকমা (ডাক নাম বাঙাল্যা চাকমা, বয়স: ২৫), পিতা- বীরেন্দ্র মোহন চাকমা।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে বিশেষ মহলের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী মধ্য বানছড়া গ্রামে ইউপিডিএফ সদস্যদের অবস্থানরত একটি বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের এলোপাথাড়ি ব্রাশ ফায়ারে ইউপিডিএফ সদস্য রিঝাং চাকমা ও গ্রামের বাসিন্দা বাঙাল্যা চাকমা নিহত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিস্তারিত আর জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *