কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমা পাড়া অরণ্য বৌদ্ধ বিহারে মুসলিম দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে বিহারের রান্নাঘর পুড়িয়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৪ অক্টোবর ২০২১) বিকাল ৪টার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
হামলার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই গ্রামের চাকমা সম্প্রদায়ের কয়েকজনকে কুপিয়ে আহত করে। এর মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
হামলার পর ওই এলাকায় চাকমা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনার বিস্তারিত আর জানা যায়নি।