খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউপি’র রবিজয় পাড়ার নিজ বাড়ি থেকে রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অর্পণ চাকমা (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে।
অপহৃত অর্পণ চাকমা পড়াশুনার পাশাপাশি পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর চবি শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২০) রাত সাড়ে ৭টার সময় দেওয়ান পাড়া থেকে একদল সন্ত্রাসী গিয়ে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। করোনা ভাইরাসজনিত কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কিছুদিন আগে তিনি বাড়িতে যান।
আজ (শুক্রবার) সকালে এ রিপোর্ট লেখা তাকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে দেশব্যাপী করোনাভাইরাস মহামারির দুর্যোগ সময়ে এ ধরনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে অর্পণ চাকমাকে মুক্তি দেয়ার দাবি করছেন।