কক্সবাজার সদরের চৌফলদন্ডী উত্তর রাখাইন পাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠান চলাকালীন দুর্বৃত্তদের হামলায় ৪ জন রাখাইন যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার (২৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত আনুমানিক ১২:২০টার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত খবর থেকে জানা যায়, কঠিন চীবর দান অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকজন স্বেচ্ছাসেবক রাতে পাড়ার রাস্তায় পাহারা দিচ্ছিলেন। এমন সময় (রাত ১২:২০টা) কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর ছুরি ও রড দিয়ে হামলা চালিয়ে মোবাইলসহ সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাত অন্যান্য স্বেচ্ছাসেবকরা সেখানে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলায় চারজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করে।
হামলার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে তারা কঠিন চীবর দান অনুষ্ঠান বন্ধ করেন।
উক্ত হামলার কারণে ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাখাইনরা। তারা হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।