এটিএম বুথে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত সেই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি ব্যাংকের এটিএম বুথের ভেতরে কিশোরীকে (১৪) ধর্ষণের মামলার একমাত্র আসামি মো. লিটন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত রোববার রাতে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে লিটনকে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকে লিটন পলাতক ছিলেন। তিনি একাধিকবার স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সোমবার তাকে ধরতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে ময়মনসিংহের ভালুকা থেকে লিটনের পিছু নেয় আভিযানিক দলটি। একপর্যায়ে তাকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।ঘটনার বিষয়ে কিশোরীর বাবা প্রথম আলোকে মুঠোফোনে বলেছেন, তিনি টাকা তোলার জন্য ওই এটিএম বুথে নিয়মিত আসা-যাওয়া করতেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মী মো. লিটনের সঙ্গে পরিচয় হয়। তাঁর মেয়ে একটি স্পিনিং কারখানায় স্বল্প বেতনের চাকরি করে। বিষয়টি জানতে পেরে লিটন অন্য কারখানায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে রোববার তিনি তাঁর মেয়েকে নিয়ে ওই বুথে যান।

ওই কিশোরীর বাবা আরও বলেন, বুথে যাওয়ার পর লিটন মিয়া তাঁর মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। অন্য একটি কারখানার এক কর্মকর্তা কিছুক্ষণের মধ্যে সেখানে আসবেন বলে অপেক্ষা করিয়ে রাখেন। একপর্যায়ে লিটন মিয়া ওই কিশোরীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তাঁর বাবাকে বাড়িতে চলে যেতে বলেন। কিশোরীর বাবা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর খবর নিতে এসে দেখেন তাঁর মেয়ে কাঁদতে কাঁদতে বুথের ভেতর থেকে বের হচ্ছে। পরে মেয়েকে বাড়িতে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন, মামলার পর থেকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধরার চেষ্টা করে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *