সাজেকে ইউপিডিএফের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কৃষকের বাগানে আগাছা পরিস্কারে সহায়তা

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেক সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ইউপিডিএফের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে হিরক্ষী চাকমা নামে অসহায় এক বিধবা নারী কৃষকের কলা ও আম বাগানে আগাছা পরিষ্কার করার কাজে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ মে ২০২২) সকালে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে এই সহায়তা প্রদান করা হয়। এতে ইউপিডিএফের সদস্যদের পাশাপাশি স্হানীয় এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন।

কাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ জনগণেরই পার্টি। শাসকগোষ্ঠির নানা প্রতিবন্ধকতার মধ্যেও পার্টি তার সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পার্টি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের পাশে থেকে যতদূর সম্ভব স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের কাজে সহায়তা প্রদান, তাদের ভালো-মন্দ দেখাশোনা করা ও সামাজিক সচেতনতামূলক কাজ করে চলেছে। তিনি জনগণ ও পার্টির মধ্যে ঐক্যবোধ সৃষ্টির মাধ্যমে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, বিগত ২০২১ সালে হিরক্ষী চাকমার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়ে। আর্থিক সংকটের কারণে তিনি বাগানটি পরিস্কার করতে পারছিলেন না। আর এই বাগানটিই হিরক্ষী চাকমার সংসারের শেষ ভরসা।

এর আগে গত ২৫ মে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যা এলাকায় ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এক বৌদ্ধ বিহারের ফলজ বাগানের আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছিল।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *