নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির লংগুদু থানার এএসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলামের স্বাক্ষরে গত ২০ জুন ২০২২ কিশোর চাকমা নামে মামলার এক বাদীকে মুসলিম পরিচিতিমূলক অভিধা “মোঃ কিশোর চাকমা” সম্বোধন করে নোটিশ জারি করা হয়।
উক্ত নোটিশের প্রেক্ষিতে গত ৮ জুলাই ২০২২ গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা লংগুদু থানার এএসআই আশরাফুল ইসলামকে “সরকারি পত্রে একজন সম্মানিত নাগরিক চাকমা জাতিভূক্ত বাদীকে “মোঃ” সম্বোধনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দাবি” করে একটি চিঠি ই-মেইলে প্রেরণ করা হয়।
এতে বলা হয়, “…আমরা বিনীতভাবে জানতে চাই যে, লংগদু থানাধীন দেশের একজন সম্মানিত নাগরিক মি. কিশোর চাকমা (৫৫)-কে মুসলিম পরিচিতিমূলক অভিধা “মো:” সম্বোধন করে যে নোটিশ জারি করেছেন, এ ব্যাপারে সরকারিভাবে আপনি নির্দেশ প্রাপ্ত কিনা? তা আপনি অনুগ্রহপূর্বক আমাদের লিখিতভাবে অবহিত করবেন। যদি সরকারিভাবে নির্দেশিত না হয়ে থাকেন, তাহলে আমাদের আন্তরিক অনুরোধ আপনি উক্ত নোটিশ প্রত্যাহারপূর্বক মি. কিশোর চাকমা (৫৫)-এর নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় তিন সংগঠন এ বিষয়ে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে”।
তিন সংগঠনের উক্ত চিঠির প্রেক্ষিতে বাদী কিশোর চাকমাকে মোঃ সম্বোধন করে জারি করা নোটিশের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করে আজ সোমবার (১১ জুলাই ২০২২) দুপুর ১২:২৭ টার সময়ে mdjakirhossain0845@gmail.com থেকে লংগুদু থানার এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পিসিপি’র ইমেইল gchthsc@gmail.com-এ তিন সংগঠনের নেতৃবৃন্দের বরাবরে প্রেরণ করা হয়। প্রথমে তিন সংগঠনের নেতৃবৃন্দকে জনাব সম্বোধন করে একটি চিঠি প্রেরণ করা হলে তিন সংগঠনের পক্ষ থেকে তার আপত্তি জানানো হয়। পরে সেটি সংশোধন করে পূনরায় আরো একটি চিঠি প্রেরণ করা হয়।

উক্ত চিঠিতে তিন সংগঠনের চিঠির বিষয় উল্লেখ করে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত মামলার বাদী কিশোর চাকমা (৫৫), পিতা-দুর্গা মোহন চাকমা, সাং-তিনটিলা, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কগনিজেন্স আদালত, রাঙ্গামাটি পার্বত্য জেলা মহোদয়ের আদালতে ধার্য্য তারিখে উপস্থিত হবার অনুরোধ করে বিজ্ঞ আদালতের আদেশে নোটিশ প্রদান করা হয়। কিন্তু উক্ত নোটিশে অনিচ্ছাকৃত ভুলবশত (কম্পিউটার টাইপিং মিসটেক) কিশোর চাকমা (৫৫) এর নামের পূর্বে “মোঃ” সম্বোধন উল্লেখ করা হয়। ভুলটি দৃষ্টিগোচর হবার সাথে সাথেই আমি পূর্বের নোটিশটি প্রত্যাহারপূর্বক পূনরায় কিশোর চাকমা (৫৫) কে নতুন করে নোটিশ প্রদান করি। এটা কম্পিউটার টাইপজনিত অনিচ্ছাকৃত ব্যক্তিগত ভুল। এখানে অন্য কোন ব্যক্তি বা সরকারি সংস্থার কোন সংশ্লেষ নাই। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যা আপনার সদয় অবগতির জন্য প্রদান করা হলো”।
এ বিষয়ে কিশোর চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, গতকাল থানার এএসআই আশরাফুল ইসলামের স্বাক্ষরে আমার নামের আগে দেওয়া মোঃ বাতিল করে নতুন করে নোটিশ দেওয়া হয়েছে এবং পূর্বের নোটিশটি ফেরত চাওয়া হয়েছে। কিন্তু আমি সেই নোটিশটি কোর্টে উকিলের নিকট জমা দিয়েছি।