মানিকছড়ি ও রামগড়ে শহীদ মিঠুন চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড়ে শহীদ মিঠুন চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।

আজ ৩ জানুয়ারি ২০২২, সোমবার সকালে শহীদ মিঠুন চাকমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এতে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সদস্য ওয়েলিপ্রু মারমার সঞ্চালনায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ইউপিডিএফের মানিকছড়ি ইউনিট সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা, পিসিপি’র মানিকছড়ি উপজেলা সাধরণ সম্পাদক অংসালা মারমা প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিঠুন চাকমার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ইউপিডিএফ সংগঠক ক্যহ্লাচিং মারমা বলেন, শহীদ মিঠুন চাকমা তরুণ প্রজন্মের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তাকে হত্যা করা গেলেও তার চেতনা, তার চিন্তা কখনো মুছে ফেলা যাবে না।

তিনি মিঠুন চাকমার দেখানো পথে আগামী দিনের লড়াই-সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অপরদিকে রামগড়ে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে শহীদ মিঠুন চাকমার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

আজ সকাল সাড়ে ৯টায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউপিডিএফ সংগঠক হ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জামেন্ট ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের অসমী চাকমা। এ সময় সঞ্চালনা করেন কিরণ ত্রিপুরা এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিমল ত্রিপুরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিঠুন চাকমার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র রামগড় উপজেলা সভাপতি অসীম চাকমা ও সঞ্চালনা করেন সভপতিত্বে ও বাহাদূর ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক হ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির সদস্য শুভ চাকমা, জার্মেন্ট ত্রিপুরা প্রমুখ।

বক্তারা শহীদ মিঠুন চাকমাকে স্মরণ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে তার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছাত্র-যুব সমাজকে আন্দোলনে অংশগ্রহণে অনুপ্রেরণাদায়ী একজন সংগঠক ছিলেন। তার আত্মবলিদান কখনো বৃথা যাবে না।

তারা শহীদ মিঠুনের আত্মবলিদান থেকে শক্তি সঞ্চয় করে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *