রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া
রাঙ্গুনিয়া অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যু।
চোখের সামনে আদরের দুই সন্তান, মা-বাবাও স্ত্রীকে হারানো খোকন বসাক চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটি চিকিৎসাধীন আছেন। পরিবারের সবাইকে হারানো খোকন বসাক মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আর বাড়ি ফিরতে চান না বলে জানিয়েছেন তার স্বজনরা। রাঙ্গুনিয়া উপজেলা উত্তর পারুয়া মহাজন পাড়ায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরটির ভেতরে সুনসান নীরবতা পোড়া গন্ধ এখনো বের হচ্ছে। পুড়ে যাওয়া জিনিসপত্র এবং সিএনজি অটোরিকশাটি আগের জায়গায় পড়ে রয়েছে। কথা হয় খোকনের প্রতিবেশী-বন্ধু তুষার বসাকের সাথে। তিনি বলেন, খোকনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে নতুন ব্যান্ডেজ দেওয়া হয়েছে মানসিকভাবে ভেঙ্গে পড়ায় তাকে মানসিক ডাক্তার দেখানো হয়। ডাক্তার বিভিন্ন পরামর্শ দিয়ে ১৫ দিন পর আবার দেখা করতে বলেন। প্রতিবেশী লক্ষ্মী বসাক বলেন, ঘরটিতে তার ছোট দুই শিশুর আনাগোনায় একসময় সবর ছিল। দাদা-দাদি ও মা-বাবার সাথে খেলা আর চাঞ্চলতা মেতে থাকতো সবসময়। তারা না থাকায় এই ঘরটিতে এখন সুনসান নীরবতা বিরাজ করছে।