নতুন কুমার চাকমা ইউপিডিএফের সহসভাপতি মনোনীত

নিজস্ব প্রতিবেদক।। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নতুন কুমার চাকমাকে দলের সহসভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুন ২০২২) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

‘ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্যরা (দপ্তর সম্পাদক আনন্দ প্রকাশ চাকমা বাদে, তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন) গঠনতন্ত্রের ১৫ নং ধারা মোতাবেক সর্বসম্মতিক্রমে নতুন কুমার চাকমাকে দলের সহসভাপতি পদে মনোনীত করেন্’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নতুন কুমার চাকমা কেন্দ্রীয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *