মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে আটক, পরে মুক্তি

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে।
তবে আটকের কয়েক ঘন্টার পর একজন খাগড়াছড়ি জেলা আদালত থেকে জামিনে ও একজন থানা থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

গতকাল রবিবার (১৬ আগস্ট ২০২০) সন্ধ্যায় এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ইউপিডিএফ সদস্য সমেন্দ্র ত্রিপুরা ওরফে সুদীপ্ত (৩৫), পিতা- পাইতা ত্রিপুরা, গ্রাম- সুকান্ত মহাজন পাড়া, সিন্দুকছড়ি, গুইমারা ও মোটর সাইকেল চালক মমংশি মারমা (৩০), পিতা-অজ্ঞাত, গ্রাম- টিলাপাড়া, কালাপানি গুইমারা।

জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার সময় মমংশি মার্মার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাবার পথে মানিকছড়ি সড়কের জোরখাম্বা নামক স্থানে একদল সেনা সদস্য তাদের গতিরোধ করে। পরে সেনারা তাদেরকে আটক করে নিয়ে যায় এবং রাতে তাদেরকে মানিকছড়ি থানায় হস্তান্তর করে।

রাতভর থানায় আটক রাখার পর আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ইউপিডিএফ সদস্য সমেন্দ্র ত্রিপুরাকে মিথ্যা মামলা দিয়ে খাগড়াছড়ি জেলা আদালতে প্রেরণ করা হয় এবং মোটর সাইকেল চালক মমংশি মারমাকে মানিকছড়ি থানায় রাখা রাখা হয়।

সর্বশেষ আজ বিকালে প্রাপ্ত খবর অনুযায়ী ইউপিডিএফ সদস্য সমেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি জেলা আদালতে থেকে আজ দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন এবং মোটর সাইকেল চালক মংশি মারমাকে মানিকছড়ি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *