খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক নগেন্দ্র ত্রিপুরা (৬০) নামে এক গ্রামবাসী অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে।
গত বুধবার (২ ডিসেম্বর ২০২০) দুপুরে পার্বত্য চুক্তির ২৩ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভার কথা বলে ডেকে এনে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
অপহৃত নগেন্দ্র ত্রিপুরা গোমতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেহদন্ত পাড়ার মৃত সূর্য কুমার ত্রিপুরার ছেলে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে গেছে, বুধবার দুপুর ১২টার দিকে পার্বত্য চুক্তির ২৩ বছরপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার কথা বলে সন্ত্রাসীরা নগেন্দ্র ত্রিপুরাকে মাটিরাঙ্গা বাজারে আসতে বলে। তিনি সেখানে পৌঁছে জানতে পারেন তাকে গুইমারার জালিয়াপাড়ায় যেতে হবে। তাদের কথামত তিনি জালিয়া পাড়ার নির্দিষ্ট স্থানে গেলে সলেন চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পরিবারের কাছে প্রথমে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এরপর সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার পরিবারের লোকজনকে ফোন করে ১০ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত নগেন্দ্র ত্রিপুরাকে মুক্তি দেওয়ার খবর পাওয়া যায়নি।