বান্দরবানে যাত্রীবাহী গাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে গাড়ি খাদে পড়ে দুই মারমা নারী আহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর ২০২১) বিকাল ৫ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত দু’জন নারী হলেন, য়্যইচিংনু মারমা ও মেহাইচিং মারমা।
জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলীর পোয়াইতি মুখ পাড়া থেকে ১৯ জনের একটি দল বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকা ঘুরে রাজস্থলী ফিরে যাওয়ার পথে বিকাল ৫টার সময় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এতে গাড়ীর চাকায় গুলি লেগে গড়িটি খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা য়্যইচিংনু মারমা ও মেহাইচিং মারমা আহত হয়। তবে কেউ গুলিবিদ্ধ হননি বলে জানা গেছে।
পরে আহত দুজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশিচত করতে পারেননি।