বাঘাইছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার চেষ্টা, দান বাক্সের টাকা লুট!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের দোখাইয়া ধর্মশালা বন বিহারে বৌধিবৃক্ষ (৫৫) নামে এক বৌদ্ধ ‍ভিক্ষুকে কুপিয়ে হত্যার চেষ্টা ও দান বাক্সের টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন
তিনি মাইসছড়ি এলাকার সুভাষ কার্বারীর ছেলে বলে জানা গেছে। তার পারিবারিক নাম নাম তরুণ জীবন চাকমা।
বিহারে তিনি একাই বসবাস করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
দুর্বৃত্তরা বিহারে দান বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত আনুমানিক ৫০ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছে রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমা।
তিনি বলেন, বুধবার (২২ জুলাই) ভোর রাত ৩ ঘটিকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় বৌদ্ধ ভিক্ষুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মাথায় আঘাত প্রাপ্ত হওয়ায় তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পরিচয়র্চায় রয়েছেন।
ধারনা করা হচ্ছে এলাকার মাদকাসক্ত যুবকরা টাকার লোভে তার উপর হামলা চালিয়ে থাকতে পারে।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *