পানছড়িতে বিজিবি কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুধুকছড়া এলাকার ভারতের সীমান্তবর্তী দুর্গামনি পাড়ায় বিজিবি কর্তৃক পাহাড়িদের জায়গা জোরপূর্বক বেদখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার সময় বিজিবি’র শনখোলা পাড়া ক্যাম্পের সুবেদার তাহের এর নেতৃত্বে ১০/১২ জন বিজিবি সদস্য দুর্গামনি পাড়ার বাসিন্দা ইত্তুক্কে চাকমা, পিতা- সামান্যা চাকমার ধান্যজমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করলে গ্রামবাসীরা এতে বাধা দেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা গ্রামবাসীদের উপর ক্ষুব্ধ হয়ে সেখানে বাধা দিতে আসা কুষ্টিয়া ইউনির্ভাসিটিতে পড়ুয়া ছাত্র অনুপম চাকমাকে ঝাপটে গলা চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে উপস্থিতি অন্যান্য গ্রামবাসীরা প্রতিরোধ করলে বিজিবি সদস্যরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ সময় বিজিবি সদস্যরা নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি “উগ্রপন্থী” সাজিয়ে জেলে পাঠানোরও হুমকি দেয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।

বিজিবি’র এমন জবরদস্তিমূলক কর্মকাণ্ড ও হুমকির ফলে গ্রামবাসীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর হতে ওই এলাকায় পাহাড়িদের জায়গা জোরপূর্বক দখল করে বিজিবি পৃথক দুটি স্থানে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছে। তারই অংশ হিসেবে আজ ধান্য জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে ওই স্থানে গাড়ি নেওয়ার প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *