খাগড়াছড়ির ভাইবোন ছড়া ইউনিয়নের মুনিগ্রাম থেকে সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম মঙ্গল কুমার চাকমা (৫০), পিতা- নলিনী রঞ্জন চাকমা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ( ১২ মার্চ ২০২০) সন্ধ্যার সময় দেওয়ান পাড়া থেকে দীপন আলো চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারী সন্ত্রাসীদের মধ্যে সাধু, দাজ্যা ও সুজন নামে আরো তিনজনকেও স্থানীয়রা চিনতে পেরেছেন।
আজ শুক্রবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।
এদিকে, সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করলে তারা (সন্ত্রাসীরা) অপহরণের বিষয়টি অস্বীকার করায় পরিবারের লোকজন তার জীবন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দেওয়ান পাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করে এলাকার লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়, প্রকাশ্যে চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সন্ত্রাসীদের সহযোগীতা করে যাচ্ছে। ফলে এলাকার জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।