সেনা হেফাজতে ইউপিডিএফ নেতার মৃত্যুর প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি।। সেনাবাহিনীর হেফাজতে শারীরিক নির্যাতনে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনের (সৌরভ) মৃত্যুসহ পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ হয়েছে।

জুম্ম পিপলস নেটওয়ার্ক কোরিয়া (জেপিএনকে) গতকাল ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে এই বিক্ষোভের আয়োজন করে।

এ সময় তারা ‘নো মোর মিলিটারি, নো মোর সেটলারস, নো মোর ভায়োলেশনস ইন সিএইচটি’, ‘স্টপ মিলিটারাইজেশন ইন সিএইচটি’, ‘জাস্টিস ফর অল হিউম্যান রাইটস ভায়োলেশনস’ ইত্যাদি শ্লোগান ও মানবাধিকার লঙ্ঘনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরে জেপিএনকে নেতারা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন। এতে ১৫ মার্চ দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভের মৃত্যু ও মাইকেল চাকমার গুম হওয়ার ঘটনাসহ সেনাবাহিনীর হেফাজতে জুম্ম রাজনৈতিক দলের নেতা কর্মীদের খুন হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ ৬ দফা দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *