আট ছাত্র সংগঠনের সমাবেশে দাবি
নিজস্ব প্রতিনিধি।। রাজশাহী গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না দিয়ে অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামে দুই সান্তাল কৃষকের আত্মহত্যার জন্য দায়ী সাখাওয়াত হোসেনসহ জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ দেশের প্রগতিশীল আট ছাত্র সংগঠন।
শুক্রবার (১ এপ্রিল ২০২২) বিকাল সাড়ে ৪টায় রাজধানী শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক দীলিপ রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনরে সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সোহবত শোভন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্য স্বপন রায় প্রমুখ।
বক্তারা বলেন, বিএমডিএ’র সেচ প্রকল্প থেকে ফসলের জমিতে বার বার সেচের পানি চেয়েও না পেয়ে তীব্র ক্ষতির আশঙ্কায় দুই সান্তাল কৃষক অসহায় হয়ে ক্ষোভে, অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা স্রেফ কোন আত্মহত্যা ছিল না। এটিকে হত্যাকাণ্ডই বলতে হবে। একটি স্বাধীন দেশের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। সরকার প্রতিনিযত বড় গলায় উন্নয়নের বুলি আওড়ায়, অথচ কৃষকরা জমিতে পানি পায় না, ফসলের দাম পায় না। তাই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দুই কৃষককে হত্যার দায়ে সাখাওয়াত হোসেনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান, বিএমডিএ-এর দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বিনামূল্যে সহজলভ্য সেচ প্রকল্প চালু করার দাবি জানান।