মানিকছড়িতে মিঠুন চাকমা’র ২য় শহীদ বার্ষিকী পালন

“শহীদের আত্মবলিদানের মাহাত্ম হোক বিপ্লবী চেতনার প্রতীক” এই শ্লোগানে খাগড়াছড়ি মানিকছড়িতে পিসিপি’র সাবেক সভাপতি ও ইউপিডএফ সংগঠক মিঠুন চাকমা’র ২য় শহীদ বার্ষিকী পালিত হয়েছে।

 এ উপলক্ষে আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১:৪৫টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভা শুরুতে শহীদ মিঠুন চাকমার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় ডেবিট চাকমা সভাপতিত্বে ও সচীব চাকমা সঞ্চাচালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ মানিকছড়ি ইউনিট সংগঠক এডিশন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মানিকছড়ি উপজেলা সদস্য রাপ্রু মার্মা ও পিসিপি মানিকছড়ি গিরী মৈত্রী সরকারী কলেজ শাখা সাংগঠনিক সম্পাদক অংচাহ্লা মারমা।
বক্তারা বলেন, মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রাম তথা বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর ছিলেন। তিনি নিপীড়িত জনগণের অধিকার আদায়ে লক্ষে আজীবন লড়াই করে গেছেন। মিঠুন চাকমা হয়তো আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম তথা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে চির অমর হয়ে থাকবে।

তারা বলেন, শাসকগোষ্ঠী মিঠুন চাকমাকে হত্যা করে পূর্ণস্বায়ত্বশাসনের আন্দোলন দমিয়ে রাখতে চেয়েছিল,কিন্তু অধিকারকামী জনগণকে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও দমিয়ে রাখা যাবে না।
বক্তারা মিঠুন চাকমাকে হত্যার ২ বছরেও খুনিরা গ্রেফতার না হওয়ার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সেনা প্রশাসনে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই খুনি সন্ত্রাসীরা স্বনির্ভর বাজারে পিসিপি ও যুব নেতাসহ ৭ জনেকে হত্যা করেছে। এখনো বিভিন্ন জায়গায় খুন, গুম, অপহরণ জোরপূর্বক চাঁদা আদায়সহ জনগণের উপর নানা অত্যাচার চালাচ্ছে। যার ফলে জনগণকে অনিরাপত্তার মধ্যে জীবন-যাপন করতে হচ্ছে।
বক্তারা মিঠুন চাকমার আত্মবলিদানের শক্তিতে বলীয়ান হয়ে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত-নির্যাতিত জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেয়ার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *