নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পাহাড়িদের বাড়িঘরে সেটলার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) সকাল ১১টায় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর যৌথ ব্যানারে মানিকছড়ি উপজেলা সদরের জামতলি এলাকায় এ বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মানিকছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক অংক্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক অংসালা মারমা, হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি থানা শাখা আহ্বায়ক মিতু মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই রোয়াজা প্রমুখ।
বক্তারা মাইসছড়ির জয়সেন পাড়ায় পাহাড়িদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে যেভাবে পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তা বড়ই উদ্বেগের বিষয়। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর ভূমিকা এমনিতে প্রশ্নবিদ্ধ। তারা নিরাপত্তার নামে পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন, হয়রানি, ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হামলাকারী সেটলারদের নিবৃত্ত করা হলে মাইসছড়িতে ঘরবাড়িতে তারা অগ্নিসংযোগ করার সুযোগ পেতো না।
বক্তারা পাহাড়িদের ওপর জুলুম, অন্যায়-অবিচার বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করতে চাইলে সরকারকে পাহাড়িদের বিরুদ্ধে চলমান নিপীড়ন-নির্যাতন, খুন-গুম, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল-উচ্ছেদ বন্ধ করতে হবে। তার জন্য সেনা শাসন প্রত্যাহার ও সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে ফিরিয়ে নিতে হবে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজ সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইসছড়িতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেটলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।