জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং প্রগতিশীল ছাত্র নেতাকর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি।। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলা-মামলার প্রতিবাদে আজ বুধবার (১০ আগস্ট ২০২২) রাঙামাটির নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর উপজেলা শাখা।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সদস্য জেসি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ নান্যাচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শুভ চাকমা ও গনতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখার সভাপতি ললিত ধন চাকমা।

বক্তারা বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের দাম যখন নিম্নমুখী ঠিক তখনই ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাধারণ মানুষের মতামত না নিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের অর্থ লুটপাট করার পাঁয়তারা চালাচ্ছে। এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৭ই আগষ্ট ঢাকায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়ে ২২ জনের অধিক নেতা-কর্মীকে আহত করেছে। কিন্তু হামলাকারী পুলিশদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ছাত্র নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা হামলা-মামলার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানো ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমাসহ প্রগতিশীল ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সমাবেশে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *