গুইমারায় ৯ম শ্রেণীর এক জুম্ম ছাত্রীকে ধর্ষণ
———————————————————-
গত ১৯/০৭/২১ ইং রোজ সোমবার গুইমারা গভ হাই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছে। ধর্ষণের চেষ্টাকারীর নাম ফয়েজ আহমেদ। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার। তার বাবার নাম ফরিদ আহমেদ।
ভুক্তভোগী জানিয়েছে, সে গানের চর্চা করতে ওই শিক্ষকের কাছে যায় গতকাল দুপুর ১টার দিকে। যাওয়ার পর ছাত্রীটি টিভির রুমে বসে। কিছুক্ষণ পর ওই শিক্ষক এসে ছাত্রীটিকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। মেয়েটি ওই শিক্ষককে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে বাইরে বেড়িয়ে আসে। পরে ওই ছাত্রী এসে তার পিতা-মাতা, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের জানায়।
আজকে বিকেল ২ টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে তার আপন বোন ও মামার উপস্থিতিতে গুইমারা থানায় মামলা দায়ের করে। এ সময় থানায় বিএমএসসি নেতাকর্মী ও ভুক্তভোগীর সহপাঠিরা প্রায় ৫০-৬০ জনের মতো উপস্থিত ছিল।
আমরা চাই, অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনানুযায়ী শাস্তি প্রদান করা হোক।