গুইমারায় স্কুল ছাত্র স্বপন চাকমাকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বপন চাকমাকে অপহরণের প্রতিবাদে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দাবিতে খাগড়াছড়ি সদর উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ জানুয়ারি ২০২১ সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা খাগড়াছড়ি সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী শিউলি ত্রিপুরা ও খাগড়াছড়ি সরকারি স্কুলের ছাত্র মেলবিন চাকমা।

সমাবেশে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী শিউলি ত্রিপুরা ও খাগড়াছড়ি সরকারি স্কুলের ছাত্র মেলবিন চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল গুইমারা বাজার থেকে সেনা টহল অবস্থায় চিহ্নিত সন্ত্রাসী নবীন, এলিন, সূর্য ও সুলেন গং কর্তৃক গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বপন চাকমাকে অপহরণ করা হয়েছে। অপহরণের ২৪ ঘন্টার পরও স্বপন চাকমাকে উদ্ধারে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা অতি দ্রুত অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও স্বপন চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *