খাগড়াছড়িতে গণধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি সদরের বলপিয়ে আদামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, ডাকাতি ও লুটপাটে সাথে জড়িত সেটলারদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) মানিকছড়ি সদর উপজেলায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সদস্য অংসাহ্লা মার্মা সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলার পিসিপি সভাপতি অংহ্লাচিং মার্মা, জেলা শাখার সদস্য পাইচিমং মার্মা প্রমূখ।

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠিকে ধ্বংস করার জন্য সরকার সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ভূমি বেদখলসহ নানা অত্যাচার চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে এযাবত সংঘটিত ধর্ষণ, ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের সাজা না হওয়াতে এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের ফ্যাসিবাদী সরকার ও তার দলীয় লোকজন ধর্ষক, খুনিদের পক্ষাবলম্বন করায় বর্তমানে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে খুন, গুম করা হচ্ছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে এখন নারী ধর্ষণ, নির্যাতনের মাত্রা এমনভাবে বেড়ে গেছে, যা মোকাবিলার জন্য গণপ্রতিরোধ ছাড়া কোন বিকল্প নেই।

বক্তারা অবিলম্বে বলপিয়ে আদামের গণধর্ষণ ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি, ভিকটিমকে সুচিকিৎসাসহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সরিয়ে নেয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *