নিজস্ব প্রতিবেদক।। রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান, সেনাশাসন তুলে নেয়া, পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা-গুম বন্ধ করা এবং ছাত্র নেতা রমেল ও ইউপিডএফ সংগঠক সৌরভ হত্যায় জড়িত সেনাদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ এপ্রিল ২০২২, শনিবার সকাল ১১টার সময় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর খাগড়াছড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক শান্ত চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা আহ্বায়ক জুনেট চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকারকে নস্যাৎ করার লক্ষে সরকার ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন, খুন-গুম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে তিন বছর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে গুম করা হয়েছে। আমরা এখনো তার কোন হদিস পায়নি। সরকারকে অবশ্যই মাইকেল চাকমা গুমের দায় বহন করতে হবে।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দশকের পর দশক ধরে সামরিক শাসন জারি রেখে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবক্ষেত্রে সেনা খবরদারি বিস্তারের লক্ষ্যে এমন হীন কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামরিক শাসনের মাধ্যমে ইচ্ছেমত ধরপাকড়, রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশির নামে হয়রানিসহ সেনা হেফাজতে অমানুষিক নির্যাতন ও খুনের ঘটনা ঘটছে। গত ১৫ মার্চ ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা (সৌরভ)-কে আটকের পর সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে হত্যা ও ২০১৭ সালে নান্যাচরে এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে একই কায়দায় নির্যাতনে হত্যার মাধ্যমে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আইন-আদালত, প্রশাসন সবকিছু এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। তারা দেশের আইনের কোন তোয়াক্কা করছে না। এমনকি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে মুক্তির পর সেনারা পূনরায় জেলগেট থেকে আটক করছে, ইচ্ছেমত হেফাজতে রেখে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকার-সেনাবাহিনীর এমন দমন-পীড়নের বিরুদ্ধে বসে থাকার আর কোন সুযোগ নেই। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুম হওয়া মাইকেল চাকমাকে সুস্থভাবে ফিরিয়ে দেয়া, সেনা শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি এবং রমেল, সৌরভ হত্যায় জড়িত সেনাসদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান