বিবিসির বিরুদ্ধে এবার মামলা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মামলা করার প্রয়োজনীয়তা অনুভব করছেন। একটি তথ্যচিত্রে তাঁর বক্তব্য সম্পাদনার মাধ্যমে বিকৃত করায় তিনি এমনটা ভাবছেন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে বিবিসির অভ্যন্তরীণ একটি মেমো ফাঁস হয়। এর জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস। এরপর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন ট্রাম্প।

মঙ্গলবার ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছিলেন বিবিসি সেটি যেভাবে উপস্থাপন করেছে তাতে দর্শক প্রতারিত হয়েছেন। এজন্য তিনি মামলা করার প্রয়োজন অনুভব করছেন।

ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা এরই মধ্যে বিবিসিতে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, বিবিসি যদি তথ্যচিত্রটি যথাযথভাবে প্রত্যাহার না করে, ক্ষমা না চায় ও ক্ষতিপূরণ না দেয় তাহলে ট্রাম্প ১ বিলিয়ন ডলারের (৭৫৯ মিলিয়ন পাউন্ড) মামলা করবেন। আগামী শুক্রবারের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

এ নিয়ে বিবিসির এক মুখপাত্র বলেছেন, তারা চিঠিটি পর্যালোচনা করছেন। যথাসময়ে জবাব দেবেন। যদিও এর আগে বিবিসির চেয়ারম্যান সামির শাহ বলেছেন, বক্তব্য সম্পাদনাটি ছিল একটি সিদ্ধান্তগত ত্রুটি। তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন।

ফক্স নিউজের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি মামলা করবেন। জবাবে বলেন, ‘আমাকে অবশ্যই মামলা করতে করতে হবে। কারণ তারা দর্শকের সঙ্গে প্রতারণা করেছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যটি ছিল বেশ শান্ত। কিন্তু তারা সেটি অত্যন্ত কট্টরভাবে উপস্থাপন করেছে। তারা যা করেছে তা অবাক হওয়ার মতো। 

বুধবার এক প্রতিবেদনে বিবিসি নিউজ বলেছে, মার্কিন প্রেসিডেন্ট যদি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মামলা করেন তাহলে তাঁকে প্রমাণ করতে হবে যে, তথ্যচিত্রটি সেখানেও প্রচার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে প্রচারের কোনো প্রমাণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *