সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের ব্যাটসম্যান সাকিব আল হাসান এক বিধ্বংসী ইনিংস খেলেন। মাত্র ২৬ বলে ৬১ রান করার পথে ২৩৪.৬১ স্ট্রাইক রেটে ৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা মারেন সাকিব। তবে তার ঝোড়ো ইনিংসের পরও জয় পেতে পারেনি তার দল। সেন্ট লুসিয়া ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের লক্ষ্য অতিক্রম করে ৬ উইকেটে জয়ী হয়।
প্রথমে ব্যাট করে অ্যান্টিগা ২০৪ রান সংগ্রহ করে। সাকিবের সঙ্গে আমির জাঙ্গু গড়ে তোলেন ৯১ রানের বড় একটি জুটি। তবে শেষ পর্যন্ত সাকিবের বিধ্বংসী ইনিংসের পরও সেন্ট লুসিয়ার ব্যাটার টিম সেফার্টের ৫৩ বলে ১২৫ রানের অবিশ্বাস্য ইনিংসের কাছে হারতে হয়।
সাকিব আল হাসান ২ ওভারে ৩২ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও তার দলের হার ঠেকাতে পারেননি।