শুরু হলো নতুন প্রতিযোগিতা!
সম্প্রতি শেষ হয়েছে রকমারি বুক ক্লাবের রিভিউ প্রতিযোগিতা। সেখানে বুক ক্লাবের সদস্যদের সাড়া দেখে মুগ্ধ হয়েছে সবাই। এবার প্রকাশনা সংস্থা চন্দ্রভুককে সঙ্গে নিয়ে রকমারি বুক ক্লাবে শুরু হচ্ছে বই রিভিউ প্রতিযোগিতা। চলুন এক ঝলকে দেখে নেই প্রতিযোগিতাটির আদ্যোপান্ত।
রিভিউ ধরন
- ভিডিও
- লিখিত
রিভিউ বইয়ের ক্যাটাগরি
শুধুমাত্র চন্দ্রভুক প্রকাশনীর যে কোন বই রিভিউ করা যাবে। চন্দ্রভুক প্রকাশনীর বইগুলোর তালিকা নিচে নিয়মাবলিতে থাকবে।
নিয়মাবলী
১. রিভিউ অবশ্যই চন্দ্রভুক থেকে প্রকাশিত কোন বইয়ের হতে হবে। চন্দ্রভুক থেকে প্রকাশিত বইগুলোর তালিকা পেতে ক্লিক করুন এই লিংকে
২. রিভিউ লেখার ক্ষেত্রে ন্যূনতম শব্দ সংখ্যা ৩০০ হতে হবে। ভিডিও রিভিউ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই মিনিটের হতে হবে।
৩. লিখিত রিভিউ লেখার ক্ষেত্রে দু’টো ধাপ অতিক্রম করতে হবে। আপনি যেই বইটি রিভিউ করছেন, রকমারিতে সেই বইটির নিচে রিভিউ সেকশনে আপনার লিখিত রিভিউটি প্রদান করতে হবে। তারপর রকমারি বুক ক্লাবের ফেসবুক গ্রুপে রিভিউটি পোস্ট করতে হবে। ফলাফলের সময় অনেক ভালো রিভিউ হবার পরও শুধুমাত্র রকমারি ওয়েব সাইটে না দেয়ার কারণে আপনার রিভিউটি বাদ পড়তে পারে। (রকমারির ওয়েবসাইটে কীভাবে আপনি রিভিউ দেবেন তা দেখে নিন এই ভিডিও থেকে- https://youtu.be/66crGt5h5fM)
৪. লিখিত ও ভিডিও উভয় ক্ষেত্রেই রিভিউটি পোস্ট করতে হবে রকমারি বুক ক্লাবের ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/3267282149975676
৫. রিভিউর একদম শুরুতে কিংবা শেষে স্পষ্টভাবে রিভিউকৃত বইটির নাম ও লেখকের নাম উল্লেখ করতে হবে। সঙ্গে যিনি রিভিউ করছেন তার নাম উল্লেখ করলে ভালো হয়। এতে করে রিভিউটি পর্যালোচনা করতে সুবিধা হবে।
৬. একজন যত ইচ্ছা ততবার চন্দ্রভুকের যে কোন বই নিয়ে রিভিউ করতে পারেন।
৭. রিভিউটি পূর্বে কোথাও প্রকাশিত হওয়া যাবে না। প্রকাশিত কিংবা অন্যস্থান থেকে নেয়া রিভিউ প্রমাণ হলে সঙ্গে সঙ্গে তার অংশগ্রহণ বাতিল করা হবে। রকমারি বুক ক্লাব এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে।
৮. এই প্রতিযোগিতায় প্রদানকৃত রিভিউটির কপিরাইট রকমারি সংরক্ষণ করবে। ভবিষ্যতে রকমারি ব্লগ, সামাজিক মাধ্যম কিংবা যে কোন প্রচারের কাজে রকমারি এই রিভিউটি ব্যবহার করার অধিকার রাখে।
৯. গ্রুপে যে কোন রিভিউ পোস্ট করার পূর্বে #chondrovuk_rokomari_book_club_review_2021 হ্যাশ্যটাগটি ব্যবহার করতে হবে। আবারও বলছি, ভিডিও কিংবা লিখিত যে কোন রিভিউর পূর্বে এই হ্যাশট্যাগটি সঠিক ভাবে ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ না দিলে কিংবা ভুল দিলে রিভিউ প্রতিযোগিতার ফলাফল তৈরির সময় এটি বিচারকদের চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই দয়া করে এদিকে খেয়াল রাখতে হবে।
১০. রাষ্ট্র, ধর্ম কিংবা কোন ব্যক্তিকে কেন্দ্র করে আপত্তিকর শব্দচয়ন, বিভ্রান্তি সহ যে কোন ধরণের সংবেদনশীল বিষয়ে কোন রিভিউতে আপত্তিকর কিছু থাকলে, রিভিউটি বাতিল বলে গন্য হবে।
১১. এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ। উপহার দেবার প্রক্রিয়া ও ঘোষণাকৃত বিজয়ীদের উপহার বিষয়ে কোন ধরনের স্বেচ্ছাচারিতা বা নেতিবাচক বক্তব্য প্রদান করলে তার রিভিউটি বাতিল এবং ক্রমান্বয়ে তাকে বুক ক্লাব থেকে বহিষ্কার করা হতে পারে।
মনে রাখবেন, ভিডিও রিভিউর ক্ষেত্রে আপনার ক্যামেরার রেজুলেশন কিংবা অন্যান্য কারিগরি বিষয়কে গণ্য করা হবে না। শুধুমাত্র আপনার রিভিউর দিকগুলো বিবেচনা করা হবে। তাছাড়া কোন রিভিউকেই লাইক, কমেন্ট, রিঅ্যাক্ট ইত্যাদি দ্বারা কোন ধরনের বিচার করা হবে না। সম্পূর্ণভাবে আপনার রিভিউর মানকেই বিবেচ্য হিসেবে ধরা হবে।
সময়সূচি
- রিভিউ জমা দেওয়া শুরু- ১০ অক্টোবর, ২০২১
- রিভিউ জমা দেওয়া শেষ সময়- ২৫ অক্টোবর, ২০২১
- রিভিউ প্রতিযোগিতার ফলাফল- ০১ নভেম্বর, ২০২১
পুরস্কার
- সেরা তিনজন পাবেন যথাক্রমে- ৩ হাজার টাকা, ২ হাজার টাকা এবং ১ হাজার টাকার অর্থ পুরস্কার
- সেরা সাতজন পাবেন চন্দ্রভুক প্রকাশনের বই উপহার
- সর্বোচ্চ রিভিউদাতা একজন পাবেন চন্দ্রভুক প্রকাশনের পক্ষ থেকে বিশেষ উপহার
তো শুরু হয়ে যাক, চন্দ্রভুকের প্রকাশিত বই নিয়ে রিভিউ। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়ুক বইয়ের কথা।