নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ির মানিকছড়িতে আজ ১৩ এপ্রিল ২০২২, বুধবার সকালে শিশু-কিশোর-যুবাদের উদোগে ‘বৈসাবি’ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার শিশু-কিশোর-যুবকসহ প্রায় ১ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
আজ সকাল ৯টায় ‘শিশু-কিশোর-যুবা বৈসাবি উদযাপন কমিটি’র আয়োজিত বৈসাবি র্যালি মানিকছড়ি উপজেলা সদরের চট্টগ্রাম – খাগড়াছড়ি সড়কের ধর্মঘর থেকে শুরু হয়ে মহামুনি বাস স্টেশন ও মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার ধর্মঘরে এসে শেষ করা হয়।
র্যালি শেষে তারা মনাছড়ি নদীতে ফুল দিয়ে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।