‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ মুভিতে হাওর এলাকার মানুষের জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি- মুহাম্মদ কাইয়ুম

গতকাল ঢাকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা নগর শাখার উদ্যোগে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ মুভি প্রদর্শনের আগে আলাপচারিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশের উত্তর পূর্ব অংশের মেহনতি মানুষের জীবন সংগ্রাম নিয়ে মুহাম্মদ কাইয়ুম পরিচালিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ গতকাল ঢাকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাঙালদেশ লেখক শিবির ঢাকা নগর শাখার উদ্যোগে প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আলাপচরিতায় অংশগ্রহণ করেছিলেন পরিচালক মুহাম্মদ কাইউম। এসময় তিনি বলেন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দুর্দশা, অসংগতি ও সংগ্রামকে তুলে ধরার জন্য আমার এই ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ মুভির উদ্দেশ্য। বিশেষ করে হাওর এলাকার মানুষের জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি বলেন, হাওর এলাকার মানুষদের অভাব অনটন ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুভিটি করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, একপ্রকার চ্যালেঞ্জিং ছিল। এই মুভিটি করার সময় মাঝখানে অর্থের অভাবের কারণে স্থগিত রাখতে হয়েছিল। পরে ২০১৭ সালে হাওর এলাকা মানুষেরা দুর্যোগে শিকার হওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে সকল প্রতিবন্ধকতা দূর করে এই মুভিটির কাজ সম্পন্ন করেছিলাম।

তিনি বলেন, মুভিটি মুক্তি পেতে কোন বাধার সম্মুখীন না হলেও সরকারের নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ফি’র নামে অনেক অর্থ প্রদান করে অবশেষে মুভিটি মুক্তি পেয়েছিল।

মুভিটিতে মূলত হাওর এলাকায় প্রাকৃতিক দূর্যোগে বাস্তুচ্যুত, ক্ষুধার্ত ও সর্বহারা মানুষের জীবন সংগ্রাম দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।

ছবি সংগৃহিত

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ মুভি প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও তাঁর স্ত্রী সুরাইয়া হানম, সম্পাদক ফয়জুল হাকিম, বাঙালদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ইকবাল কবির, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *