লাকিংমের মৃত্যু, ন্যায়বিচার চেয়েছে দুই আন্তর্জাতিক সংস্থা
বাংলাদেশ সরকারের কাছে লাকিংমের ন্যায়বিচার চেয়ে বিবৃতি দিয়েছে দুটি আন্তর্জাতিক সংগঠন। এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট ও ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স নামের সংগঠন দুটি গত শনিবার এই বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে সংগঠন দুটি বলছে, লাকিংমে চাকমা ১৪ বছরের ক্ষুদ্র জাতিসত্তার এক কিশোরী। সে বাংলাদেশের কক্সবাজারের ‘অ-আদিবাসী’ বাঙালি দ্বারা অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর, ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে।
Two international organizations have issued statements to the Bangladesh government seeking justice for Lucking. The two organizations, the Asia Indigenous People’s Pact and the International Work Group for Indigenous Affairs, issued the statement last Saturday.
In a statement, the two organizations said that Chakma, a 14-year-old girl from a small ethnic group in Luckingme. He was abducted, forcibly converted, raped and killed by ‘non-indigenous’ Bengalis in Cox’s Bazar, Bangladesh.