বাংলাদেশের শুভসূচনা

গত আসরে আরব আমিরাতের মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করে ছিল বাংলাদেশ যুবরা। আবারো একই ভেন্যুতে তারা এবারের আসরেও জয় দিয়ে শুরু করেছে।  অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সের মিশেলে জয় দিয়ে আসর শুরু করেছে টাইগার যুবারা।

ব্যাটিংয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর বল হাতে আফগানিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনরা। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান তামিম। বাংলাদেশের দেওয়া ২২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় আফগানরা ১৮৩ রানে গুটিয়ে যায়। ফলে ৪৫ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ২০২৪ আসরে শুভসূচনা করে চ্যাম্পিয়নরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। আর তাতেই ২২৮ রানের লড়াকু পুঁজি পায় যুব টাইগাররা। সেই রান তাড়ায় শুরু থেকেই তটস্থ ছিলেন আফগান ব্যাটাররা। এর মূল কারিগর আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় আফগানদের ইনিংস শুরু হয় ধীরগতিতে।

৮ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ২০ রান। এর পরের ওভারে মারুফ মৃধার বলে উজাইরুল্লাহ নিয়াজাই ক্যাচ দিলে ২১ রানের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমদজাই। ১৬ রান করে রাফিউজ্জামান রাফির বলে বোল্ড হয়ে মাহবুব। তৃতীয় উইকেটে ৪০ রান করেন ফয়সাল–নাসের খান জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে ফয়সাল (৫৮) বিদায় নিলেই আফগানরা বিপদে পড়ে যায়। এরপর বলার মতো রান পেয়েছেন কেবল বরকত ইব্রাহিমজাই (৩৪)। বরকত ১৯ এবং নাজিফউল্লাহ আমিরির ১৭ রান ছাড়া স্কোরবোর্ডে জয়ের মতো রান যোগ করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ১৮৩ রানে থামে আফগানদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সফল বোলার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে শিকার করেন। মারুফ ২টি ও রাফি একটি উইকেট নেন। এদিকে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করে ৯ উইকেটে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তামিম। কালাম করেন ৬৬ রান। তামিমের বিদায়ের পর যুব টাইগারদের আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *