রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাঘাছোলা গ্রামে সুবলং বাজার ক্যাম্পের সেনা সদস্যরা তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের সাথে নিয়ে বাড়ি ঘেরাও, তল্লাশিসহ ৩ গ্রামবাসীর বাড়িতে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ আগস্ট ২০২০, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সুবলং বাজার সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য সুবলং বাজারে অবস্থানরত কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে বাঘাছোলা গ্রামের বেশ কিছু বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় তারা তিন গ্রামবাসীর বাড়িতে ভাংচুর চালায় এবং জিনিসপত্র তছনছ করে দেয়।
যাদের বাড়িতে ভাংচুর চালানো হয় তারা হলেন-১. কামনাশীষ তালুকদার ওরফে বাবু (৪২), পীং-মৃত কল্যাণ তালুকদার; ২. প্রতীক তালুকদার (৩৭), পীং-মৃত কাঞ্চন তালুকদার ও ৩. জয় চাকমা (৩৭), পীং-মৃত গোলক বিহারী তালুকদার।
তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।