নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্মকে আটক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৩:০০ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উজোবাজারের সাপ্তাহিক হাটবার। জ্ঞান রঞ্জন চাকমা(৫০) বাজারে গিয়ে বেচা-কেনা শেষে বাড়ি ফেরার পথে বিকাল ৩:০০ টার দিকে তিনি রেতকাবা দোপদা নামক স্থানে দোকানে বসে চা খাচ্ছিলেন।
এমন সময় বাঘাইহাট জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য এসে দোকান থেকে তাকে আটক করে জোনে নিয়ে যায়।
সেখানে নেয়ার পর তাকে শারীরিক নির্যাতনের পর ‘চাঁদার রসিদ বই’ গুঁজে দিয়ে তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
আটককৃত জ্ঞান রঞ্জন চাকমা(৫০) সাজেকের ডানে বাইবাছড়া গ্রামের মৃত দিব্য চরণ চাকমার ছেলে। সেনা সদস্যরা জ্ঞান রঞ্জন চাকমাকে বিনা করণে আটক করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।