নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটির সাজেক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদয়পুর এলাকায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত এক সেটলার বাঙালি শ্রমিক কর্তৃক এক পাহাড়ি বিধবা নারী (৩৭) ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (২৪ জুলাই ২০২২) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণের চেষ্টাকারী শ্রমিকের নাম মো. রাসেল (২৮), পিতা-আয়নাল হোসেন, ঠিকানা-ছোট মেরুং এলাকা, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। অভিযুক্ত মো. রাসেল বর্তমানে সাজেকে সেনাবাহিনী কর্তৃক চলমান সীমান্ত সড়ক নির্মাণ কাজের একজন শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে ভুক্তভোগী ওই নারী প্রতিদিনের ন্যায় জুমের কাজ শেষে একা বাড়িতে ফিরছিলেন। এ সময় পথিমধ্যে ছয়নালছড়া এলাকায় মো. রাসেল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই নারী চিৎকার ও ধস্তাধস্তি করলে শেষ পর্যন্ত মো. রাসেল সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীরা ধর্ষণ চেষ্টায় জড়িত মো. রাসেলকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।