নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করল্যাছড়ি গ্রামের কার্বারী (গ্রাম প্রধান) ধারস চাকমার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (১৩ জুলাই ২০২২) সকালে বাঘাইহাট জোনের অধীন ছোদকিছড়া মুসফিক ক্যাম্পের দায়িত্বরত সুবেদার মো. এক্কাবরের নেতৃত্বে ১০ জনের একটি সেনা দল করল্যাছড়ি গ্রামে গিয়ে প্রথমে ধারস কার্বারীর বাড়ির চারদিকে ঘেরাও করে। পরে চার জন সেনা সদস্য বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি শুরু করে। এ সময় ধারস কার্বারীর স্ত্রী তল্লাশির কারণ জানতে চাইলে সেনারা ‘তোমাদের বাড়িতে অস্ত্র আছে’ বলে জানায়। তল্লাশির সময় সেনারা বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়। তবে ব্যাপক তল্লাশির পরও সেনারা কথিত “অস্ত্র” উদ্ধার করতে ব্যর্থ হয়। তল্লাশিকালে কার্বারী ধারস চাকমা বাড়িতে ছিলেন না।
এদিকে, সকাল থেকে সেনাবাহিনীর কয়েকটি দল করল্যাছড়ি, পেক্তো দোকান এবং বঙ্গলতলি সুকেতু মাঠে অবস্থান করার খবর পাওয়া গেছে।