নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডুলুছড়ি থেকে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপ কর্তৃক ইউপিডিএফ’র এক সাবেক কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৫ জুলাই ২০২২) রাতে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত ব্যক্তির নাম রবিন চাকমা (গুরোয়ে), বয়স-৩৮, পিতার নাম কৃপা রঞ্জন চাকমা, গ্রাম- ডুলুছড়ি, ৫নং ওয়ার্ড সাজেক ইউনিয়ন।
পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, গতকাল রাত ১০টার সময় জেএসএস (সন্তু)-এর একদল সশস্ত্র সদস্য নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে রবিন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ তারা পাচ্ছেন না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।